আলিপুরদুয়ার ভোলার ডাবরি এলাকার এক গাড়ির মালিকের গাড়ি ধোঁয়ার নাম করে গাড়ি নিয়ে পালিয়ে যায় সন্দীব বিশ্বাস ওরফে মুন্না নামে এক যুবক। এমনটাই জানা গেছে গাড়ির মালিকের কাছ থেকে শনিবার বিকেল চারটে নাগাদ। গত বুধবার বাড়ির গ্যারেজ থেকে গাড়ি বের করে ধোয়ার জন্য। এরপর থেকেই তার আর কোন খোঁজ খবর নেই। মুন্নার কোন বাড়িঘর নেই গাড়ির মালিকের বাড়িতেই দুবেলা খায়। মুন্না অনেকটাই মানসিক ভারসাম্যহীন এমনটাই জানিয়েছেন গাড়ির মালিক।