ইলামবাজার ব্লকের মঙ্গলডিহি অঞ্চলের আমাদের পাড়া আমাদের সমাধান কর্মসূচি প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয় বিকাল ৫টা নাগাদ। উপস্থিত ছিলেন মঙ্গলডিহি অঞ্চলের তৃণমূল কংগ্রেসের সভাপতি সহ বিভিন্ন দলীয় কর্মীরা এবং অগণিত সাধারণ মানুষ। আমাদের পাড়া আমাদের সমাধান এবং ওই একই ক্যাম্পে দুয়ারে সরকার অনুষ্ঠিত হবে এই বার্তা সকল সাধারণ মানুষদের সামনে তুলে ধরা হয়।