কৌশিকি অমাবস্যা তারাপীঠে ভক্তের ভিড়। কৌশিকী অমাবস্যা কড়া নিরাপত্তার চাদরে তারাপীঠ।অমাবস্যার নিশিপালন কালশুক্রবার সকাল ১১টা৫৮ থেকে কাল ২৩ আগস্ট শনিবার সকাল ১১ বেজে ৩৭ মিনিট পর্যন্ত।অত্যাধিক ভিড়েও যাতে পুণ্যার্থীরা সুশৃঙ্খলভাবে দেবীকে দর্শন ও পুজো দিতে পারেন সেজন্য বাঁশের ব্যারিকেড করা হচ্ছে। ফুল ও আলোক মালায় সাজিয়ে তোলা হবে গোটা মন্দির চত্বর। অপ্রীতিকর ঘটনা এড়াতে আজ রাত থেকেই নিরাপত্তার চাদরে মুড়তে চলেছে গোটা তারাপীঠ।