ফের ধুপগুড়িতে দুর্ঘটনার কবলে যাত্রীবাহী বাস আহত বেশ কয়েকজন। রবিবার বিকেল সাড়ে পাঁচটা নাগাদ ধুপগুড়ি স্টেশন মোড় সংলগ্ন এলাকায় ঘটনাটি ঘটে। জানা যায় হলদিবাড়ি থেকে ধুপগুড়ি গামি একটি যাত্রীবাহী বাস ধুপগুড়ি স্টেশন মোড়ে যাত্রী নামানোর জন্য ব্রেক কসলে পেছন দিক থেকে দ্রুত গতিতে আসা একটি লরি যাত্রীবাহী বাসের পেছনে সজরে ধাক্কা মারে ঘটনায় দুমড়ে মুছরে যায় যাত্রীবাহী বাসের পেছনের কাচ ঘটনায় আহত হয় বাসের বেশ কয়েকজন যাত্রীসহ লরিচালক।