নিশ্চয়ই, আরও ছোট করে নিচে সংক্ষেপে তুলে ধরা হলো: মানবিক উদ্যোগ খুকড়ামুড়ায় শারদ উৎসবের আগে খুকড়ামুড়ার ‘গদাধর অভ্যুদয় শিশু বিকাশ কেন্দ্র’-এর উদ্যোগে আড়শা ব্লকের ধানচাটানি ও সালনী গ্রামের প্রায় ৫০০ আদিবাসী মানুষের মধ্যে নতুন পোশাক তুলে দেওয়া হয় রবিবার । সহযোগিতায় ছিলেন বিবেকানন্দ পৈতৃক নিবাসের মহারাজ।অনুষ্ঠানে ভারতের ‘সাইকেল ম্যান’ অক্ষয় ভগতকে সংবর্ধনা জানায় সংস্থা। প্রয়োজনে আরও কাটছাঁট করা সম্ভব।