রবিবার সকালে সংগঠনের ৪র্থ আঞ্চলিক সম্মেলনকে সফল করতে রাম সীতাপাড়া থেকে মিছিলের আয়োজন করে সারা ভারত গণতান্ত্রিক মহিলা সমিতির নবদ্বীপ আঞ্চলিক সমিতির সদস্যরা,মিছিলটি শহরের বেশ কিছু এলাকা হয়ে শেষ হয় পুনরায় রামসীতাপাড়ায় এসে,এদিন মিছিল শুরুর আগে সংগঠনের পতাকা উত্তোলন ও শহীদ বেদীতে শ্রদ্ধার্ঘ অর্পণের মধ্যে দিয়ে শুরু হয় ৪র্থ আঞ্চলিক সম্মেলনের কর্মসূচি,মিছিলে উপস্থিত ছিলেন,সংগঠনের নদীয়া জেলা সম্পাদক মন্ডলীর দুই সদস্য,শেখ শরিফা,মধুমিতা রাহা ও কৃষ্ণা অধিকারী।