অনলাইনে খোয়া যাওয়া ১২ লক্ষেরও বেশি টাকা প্রতারিতদের হাতে ফেরালো রায়গঞ্জ সাইবার ক্রাইম পুলিশ। শনিবার সাংবাদিকদের মুখোমুখি হন রায়গঞ্জ পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার কুন্তল ব্যানার্জি। তিনি বলেন, মোট ১৫ জনকে অনলাইনে খোয়া যাওয়া ১২ লক্ষ টাকা আজ ফেরানো হয়েছে। চলতি বছরে রায়গঞ্জ পুলিশ জেলার সাইবার ক্রাইম বিভাগ এখনও পর্যন্ত ৮৫ লক্ষ টাকা ক্ষতিগ্রস্তদের ফিরিয়ে দেওয়া হয়েছে৷ এটা আমাদের একটা বড় সাফল্য।