এক ব্যক্তিকে লোহার রড দিয়ে মাথায় মেরে খুনের অভিযোগ দুই প্রতিবেশীর বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টা নাগাদ ওই মাথাভাঙা ১ নং ব্লকের জোর পাটকি গ্রাম পঞ্চায়েতের নেন্দার পথ এলাকায়। পুলিশ ওই দুই প্রতিবেশীকে আটক করেছে। খুন হওয়া ব্যক্তির নাম সঞ্জয় বর্মন (৩৭) । সে ওই বুথের তৃণমূলের কর্মী । খবর পেয়ে সেখানে যায় মাথাভাঙা থানার বিশাল পুলিশ বাহিনী।স্থানীয় সূত্রে জানা গেছে ঝামেলা থামাতে গিয়ে মৃত্যু হলো ।