বহিঃ রাজ্যের তথা বেসরকারি সংস্থা পাওয়ার গিড কোম্পানি প্রাইভেট লিমিটেডের দায়িত্বহীনতার কারণে পরিযায়ী শ্রমিক বিদ্যুতের ছোবলে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে।বর্তমানে আগরতলা জিবি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনা বৃহস্পতিবার বিকাল সাড়ে তিন ঘটিকায় সাব্রুম কলেজ সংলগ্ন ১৩২ কে.ভি. সাব-সেন্টারে।আহত শ্রমিকের নামপশ্চিমবঙ্গের মালদার বাসিন্দা ২৮ বছরের যুবক ইলিয়াস টুডি।ঘটনার তদন্তে নেমেছে সাব্রুম থানার পুলিশ