আগামীকাল বিকেল পাঁচটায় মেদিনীপুর শহরের ধর্ম এলাকায় শিক্ষক দিবসের অনুষ্ঠানে যোগ দিতে আসছেন রাজ্যের বিরোধীদল নেতা শুভেন্দু অধিকারী। চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। উদ্যোক্তাদের কথায়, ডঃ সর্বপল্লী রাধাকৃষ্ণাণ স্মৃতি রক্ষা কমিটি নামে এক অরাজনৈতিক সংগঠনের দ্বারা আয়োজিত এই শিক্ষক দিবস অনুষ্ঠানে প্রায় ৫০০ থেকে ৬০০ বিভিন্ন স্তরের শিক্ষকরা উপস্থিত থাকবেন। স্কুল কলেজ ইউনিভার্সিটি থেকে শুরু করে আইটি সমস্ত স্তরের মানুষ আমন্ত্রিত রয়েছে এই অনুষ্ঠানে।