গলসি থানার অন্তর্গত বড়মুড়িয়া এলাকার একটা রাইসমিলে লরিতে চাল লোড করার সময় চালের বস্তা পড়ে গুরুতর জখম এক শ্রমিককে চিকিৎসার জন্য নিয়ে আসা হলো Bmch বৃহস্পতিবার দুপুর দুটোয়। জখম ওই শ্রমিকের নাম আশিষ বাগদী (২২) গলসি থানার উড়াচটি গ্রামে তার বাড়ি। জানা গেছে এদিন দুপুর একটার সময় বড়মুড়িয়া এলাকার ঐ রাইস মিলে লরির মধ্যে চাল লোড করছিল সেই সময়ই পা পিছলে লরির উপর থেকে চালের বস্তা নিয়ে নিচে পড়ে এবং সে গুরুতর জখম হয়