প্রয়াত কমরেড অনিল সরকারের শ্রদ্ধাঞ্জলি কর্মসূচী পালিত হলো উদয়পুর মহকুমা সিপিআইএম পার্টি অফিসের সামনে, ত্রিপুরা তপশিলী জাতি সমন্বয় কমিটি, উদয়পুর মহকুমা কমিটির উদ্যোগে। এইদিন প্রয়াৎ অনিল সরকারের স্মৃতি ফটোতে পুষ্পার্ঘ অর্পণ এবং দলীয় পতাকা উত্তোলন করে যথাযথ মর্যাদার সাথে পালন করা হয়।