বীরপাড়ায় নির্বিঘ্নেই কাটল এবছরের দুর্গাপুজো। বৃহস্পতিবার বিজয়া দশমী উপলক্ষে সিঁদুর খেলা হয় বীরপাড়ার দেবীগড়ের দুর্গাবাড়িতে। ঐতিহ্যবাহী দুর্গাবাড়ির এটাই পরম্পরা। এদিন দুর্গাবাড়িতে বীরপাড়ার বিভিন্ন এলাকার মহিলারা সিঁদুর খেলায় মেতে ওঠেন। বিকেল হতেই বীরপাড়ার বিভিন্ন এলাকার মণ্ডপগুলি থেকে প্রতিমা বের করে শোভাযাত্রা করে আয়োজকরা মাদারিহাটের বিসর্জন ঘাটের দিকে এগোতে থাকেন। এনিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ছিল বীরপাড়ায়। অবশ্য যুব সম্প্রদায়, কলেজপাড়া দুর