নৌকা ও নৌকার মাঝিই একমাত্র সম্বল কয়েক হাজার মানুষের । ময়নাগুড়ি ব্লকের পদমতী ১ নং গ্রাম পঞ্চায়েতের ব্রহ্মপুর বাজার থেকে কাঁসা পাড়ার মাঝে রয়েছে ধরলা নদী, সেই নদী পারাপার করেই কাসাপাড়া ও বিভিন্ন গ্রামের শতাধিক মানুষেরা যাতায়াত করে ব্রহ্মপুর বাজারে। স্থানীয় মানুষেরা জানিয়েছেন ব্রহ্মপুর বাজারে না গেলে আমাদের প্রত্যেকদিনের খাওয়া বন্ধ হয়ে যাবে, ব্রহ্মপুর বাজার ছাড়া পাশে আর কোন বাজার নেই, তাই বিভিন্ন সমস্যার মধ্য দিয়েও যেতে হয় ব্রহ্মপুর বাজার।