করম পুজোয় সরকারি অনুদানের দাবিতে সরব হল আদিবাসী সমাজের নেতৃত্বরা। এই নিয়ে কালচিনি ব্লকে ক্ষোভ উগরে দিচ্ছেন আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা। রাজ্য সরকার তরফের বঞ্চনার শিকার হচ্ছেন তারা বলেও অভিযোগ তাদের।আদিবাসী সম্প্রদায়ের অন্যতম প্রধান উৎসব এই করম পুজো।আগামী ৩ সেপ্টেম্বর আলিপুরদুয়ার জেলা তথা, রাজ্য জুড়ে বিভিন্ন জেলায় পালিত হবে এই উৎসব।ইতিমধ্যে তার প্রস্তুতিও শুরু হয়েছে। তবে উৎসব পালনের জন্য সরকারি অনুদান না মেলায় ক্ষুব্দ অধিকাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষেরা।