দুই ভাই আত্মীয়র বাড়ি গাংপুরে ঝাপান দেখে মোটরসাইকেলে চড়ে শিড়রাই অঞ্চলের চখন্ডাজুলি বাড়ি ফেরার পথে ১৯ নম্বর জাতীয় সড়ক বড়মুড়িয়া এলাকায় সড়ক পথ দুর্ঘটনায় মৃত্যু হল দুই ভাইয়ের। মিত্রের নাম জয়দেব হেমরম ও মহাদেব হেমরম। মৃতের পরিবার সূত্রে জানা গেছে সোমবার আত্মীয়ের বাড়ি ঝাপানো অনুষ্ঠান দেখতে গাংপুরে গিয়েছিল এবং মঙ্গলবার ভোর রাত দুটো নাগাদ পরিবারের লোকজন খবর পাই তাদের এক্সিডেন্ট হয়েছে এবং বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে এসে দেখে তাদের মৃত্যু হয়েছে