DYFI ধর্মনগর মহকুমা কমিটির উদ্যোগে সংগঠনের প্রাক্তন রাজ্য সহ-সভাপতি শহীদ তপন চক্রবর্তীর ২৫তম শহীদান দিবস উপলক্ষে ডিএনভি রোডস্থিত ধর্মনগর মহকুমা দপ্তরে এক মেগা রক্তদান শিবির অনুষ্ঠিত হয়। এই শিবিরে উপস্থিত ছিলেন রাজ্যের প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের নেতা কমরেড রতন ভৌমিক,৫৭ যুবরাজনগর বিধানসভার বাম বিধায়ক শৈলেন্দ্র চন্দ্র নাথ , কুর্তি কদমতলা বিধানসভার বাম বিধায়ক ইসলাম উদ্দিন,প্রাক্তন ছাত্র যুব আন্দোলনের অন্যতম নেতা কমরেড অভিজিৎ দে,DYFI ধর্মনগর মহকুমা সম্পাদক