শীতলকুচির মীরাপাড়া এলাকার বাসিন্দা কৃষ্ণকান্ত বর্মন কাঁটাতারের ওপারে নিজের জমিতে কাজ করতে গেলে বাংলাদেশি দুষ্কৃতীদের দ্বারা অপহৃত হন। অবশেষে কয়েক ঘণ্টার মধ্যে বিএসএফের তৎপরতায় তাকে উদ্ধার করা হয়। বিএসএফের সঙ্গে সমন্বয় করে বাংলাদেশ বিজিবি কৃষ্ণকান্ত বর্মনকে ভারতীয় বিএসএফের হাতে তুলে দেয়। এরপর বিএসএফ তাকে শীতলকুচি থানার পুলিশের হাতে হস্তান্তর করে। যদিও খবর লেখা পর্যন্ত কৃষ্ণকান্ত বর্মন বাড়িতে এখনো পৌঁছায়নি বলে জানা গেছে।