This browser does not support the video element.
কুমারগ্রাম: বারবিশায় বন বিভাগের ভল্কা রেঞ্জের অভিযানে বাজেয়াপ্ত 50 CFT চোরাই সেগুন কাঠ
Kumargram, Alipurduar | Sep 8, 2025
বারবিশা এলাকায় অভিযান চালিয়ে চোরাই সেগুন কাঠ বাজেয়াপ্ত করল বন বিভাগের ভল্কা রেঞ্জ। বাজেয়াপ্ত করা হয়েছে কাঠ পাচারে ব্যবহৃত দু'টি ভুটভুটিও। দু'টি ভুটভুটিতে চাপিয়ে চোরাই সেগুন কাঠ গুলি অসম থেকে পশ্চিমবঙ্গে আনা হয়েছিল। বন বিভাগের ভল্কা রেঞ্জের বনকর্মীরা বারবিশা এলাকায় অভিযান চালিয়ে ভুটভুটি দু'টি আটক করেন। আনুমানিক ৫০ সিএফটি চোরাই সেগুন কাঠ উদ্ধার করা হয়েছে। ওই পরিমাণ চোরাই কাঠের আনুমানিক বাজারমূল্য ২ লাখ টাকা।