আদিবাসী সম্প্রদায়ের অন্যতম গুরুত্বপূর্ণ ধর্মীয় উৎসব করম পুজো অনুষ্ঠিত হলো তপন ব্লকের কাজীভাগে। বুধবার রাত প্রায় ১০টা নাগাদ এলাকা জুড়ে ছিল উপচে পড়া ভিড়। ছোট-বড় সকলেই অংশ নেন এই উৎসবে। করম গাছের ডাল পুজো দিয়ে শুরু হয় মূল অনুষ্ঠান। এরপর ঢোল, মাদল আর লোকগানের তালে নাচে-গানে মেতে ওঠেন গ্রামবাসীরা। আদিবাসী সম্প্রদায়ের মানুষদের জন্য করম পুজো শুধু ধর্মীয় অনুষ্ঠান নয়, বরং সামাজিক সম্প্রীতি ও ঐক্যের প্রতীক। উৎসব উপলক্ষে স্থানীয় যুবকেরা বিশেষ সাংস্কৃতিক