জেএসএস প্রিমিয়ার ফুটবল লীগের অনূর্ধ্ব ১২ , ১০ বালক অনূর্ধ্ব ১৭ বালক বালিকা সম্বিলিত দলের ফুটবল ফাইনাল অনুষ্ঠিত হল বর্ধমান ২ ব্লকের বড়শুল সিডিপি স্কুল মাঠে ।পরিচালনায় জে এস এস ফুটবল কোচিং সেন্টার। শনিবার অনূর্ধ্ব ১০ বালক দলের খেলা অমিমাংসিত ভাবে শেষ হয় দুই দলকে যুগ্ম বিজয়ী ঘোষনা করে,১২ দলের খেলায় শান্ত একাদশ ১ -০গোলে অভিভাবক একাদশ কে পরাজিত করে । জয়ী দলের আকাশ সরেণ একটি করে গোল করে।অনূর্ধ্ব ১৭ দলের খেলা বন্ধু একাদশ ও এ টু জেড স্পোর্টস একা