নেশা কারবারীদের বিরুদ্ধে আবারও সাফল্য পেল সাদা পোশাকের পুলিশের খবর এর ভিত্তিতে খোয়াই সুভাষপার্ক আউটপোস্ট। সকাল থেকেই এক এক করে তাদেরকে জালে তুলতে সক্ষম হয় পুলিশ। পরবর্তীতে তাদেরকে নিয়ে যাওয়া হয় সুভাষপার্ক আউটপোস্টে। বিপুল পরিমাণ ড্রাগস উদ্ধার হয় তাদের থেকে বলে জানা যায়। এই ধরনের অভিযান আগামী দিনও জারি থাকবে বলে জানানো হয় পুলিশ প্রশাসনের পক্ষ থেকে।