আলিপুরদুয়ার: পাচারের পূর্বে,ফের কালচিনি ব্লকের ভুটান সীমান্ত শহর জয়গাঁ থেকে নেশার ট্যাবলেট সহ গ্রেফতার এক ব্যক্তি। শুক্রবার সকাল ১১ টা নাগাদ পুলিশ আধিকারিকরা জানান গোপন সূত্রের খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে জয়গাঁ ত্রিবেনি টোল এলাকার বাসিন্দা রাজাদ মজিদ কে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল রাতে সে নেশার ট্যাবলেট অন্যত্র পাচারের লক্ষ্যে বাড়ি থেকে বেরোলে, তাকে মাঝ সড়কে আটক করা হয়।এরপর তল্লাশি চালাতেই উদ্ধার হয় প্রায় ৪ হাজার ৮০টি নেশার ট্যাবলেট।