ধৃতের নাম সোনু পণ্ডিত। বর্ধমান শহরের লক্ষ্মীপুরমাঠ এলাকায় তার বাড়ি। শনিবার দুপুরে বর্ধমান শহরের কলেজ মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে বর্ধমান সাইবার থানার পুলিস। ধৃত মোবাইলের সিমের পয়েন্ট অব সেল এজেন্ট। বিভিন্ন জায়গায় সে সিম বিক্রি করে। ঘটনায় জড়িত থাকার কথা ধৃত কবুল করেছে বলে পুলিসের দাবি। রবিবার ধৃতকে বর্ধমান সিজেএম আদালতে পেশ করা হয়। ঘটনার বিষয়ে বিশদে জানতে এবং সাইবার অপরাধ চক্রের হদিশ পেতে ধৃতকে পাঁচদিন নিজেদের হেফাজতে নিতে চেয়ে আদালতে পেশ করে।