পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রাম-১ব্লকের গোকুলনগরে গোকুলনগর-৬ নং অঞ্চল যুব সংঘের ব্যবস্থাপনায় সার্বজনীন শারদ উৎসবের মহাষ্টমীর অঞ্জলী প্রদানে এসে বাংলায় চাকরি হারাদের চাকরি এবং চাকরি চুরির ঘটনায় জড়িতদের শাস্তি,ক্রমান্বয়ে ঘটে যাওয়া নারী নির্যাতন খুন ধর্ষণ অতিষ্ঠ সকলে তাই বাংলায় নারীদের সুরক্ষা চেয়ে আজ মহাষ্টমীর অঞ্জলী প্রদান করেন গোকুলনগরের ভক্তরা