আজ ১১তম আন্তর্জাতিক যোগা দিবস কে কেন্দ্র করে সারা দেশের সাথে তাল মিলিয়ে কদমতলা উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে কদমতলা আর.ডি. ব্লক ভিত্তিক যোগ দিবস পালিত হয়৷ উপস্থিত ছিলেন কদমতলা আর ডি ব্লকের ভারপ্রাপ্ত বিডিও তথা ধর্মনগর ডিসিএম সুদীপ কুমার কর সহ অনান্যরা। যোগ বিয়াম প্রশিক্ষণ এবং যোগার মাধ্যমে কিভাবে আরোগ্য লাভ করা যায় সুস্থ থাকা যায় এই বার্তা পৌঁছে দেওয়ার জন্য এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।