মদ্যপ অবস্থায় বাইক চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে বিএসএফের গাড়ির সামনে পরে গিয়ে গুরুতর আহত দুই ভাই। সোমবার দুপুরে ঘটনাটি ঘটে হলদিবাড়ি ব্লকের পাতকুরার জমুনা ব্রীজ সংলগ্ন এলাকায়। জানা গিয়েছে এদিন ১৩০ নং ব্যাটেলিয়নের একটি বিএসএফের গাড়ি সাতকুরা বাজারের দিকে যাচ্ছিলো, অপর দিক থেকে সাতকুরা বাজার থেকে দুই যুবক হলদিবাড়ি বাজারের দিকে দ্রুত গতিতে আসছিলো। সাতকুরার জমুনা ব্রীজ সংলগ্ন এলাকায় রাস্তার বাঁকে বিএসএফের গাড়ির মুখোমুখি পরে দ্রুত গতিতে আসা বাইকটি।