বিচার চাই পোস্টার নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় বৌমা। চুঁচুড়া চকবাজার দু'নম্বর সোনাটুলি লেনের বাসিন্দা নজরুল উদ্দিন মেমারির বাসিন্দা সাবিনা ইয়াসমিনকে গত জানুয়ারি মাসে বিয়ে করে। তারপরে তারা ব্যাঙ্গালোর চলে যায়। সাবিনার অভিযোগ তার স্বামী ব্যাঙ্গালোর থেকে তাকে মেমারীর বাড়িতে পাঠিয়ে দেয়। গতকাল সাবিনা শ্বশুরবাড়িতে আসলে তাকে মারধর করে বের করে দেয় তার শাশুড়ি এমনটাই অভিযোগ। এরপর বৃহস্পতিবার শ্বশুরবাড়ির সামনে বিচার চাই পোস্টার নিয়ে ধর্নায় বসলো।