মহিষাদল নাটশাল ১গ্রাম পঞ্চায়েত রূপনারায়ণ বহুমুখী প্রাথমিক মহিলা সংঘ সমবায় সমিতি লিঃ নির্বাচন কমিটি ১১টা মধ্যে TMC ৯টা, নির্দল১, বিজেপি১আসনে জয়লাভ। ২২২ দল স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা এই নির্বাচনে অংশগ্রহণ করে। ১১ টি আসনে ৫টি আসনে একটি নির্দল ও ৪টি TMC বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়লাভ করেছিল।৬টি আসনে রবিবার সকাল থেকে ভোটগ্রহণ শুরু হয় গেওয়াখালি হাই স্কুলের। রবিবার বিকাল ৪টা ভোটের রেজাল্ট বেরোতে তৃণমূল কংগ্রেসের জয়লা একটি আসন পাই বিজেপি।জয়ের উপর উল্লাসTMC।