ধর্মতলায় তৃণমূলের ‘ভাষা আন্দোলন’ মঞ্চ খুলে দিলো সেনা জওয়ানরা । তাদের দাবি, গত ৩১ আগস্ট পর্যন্ত কর্মসূচির অনুমতি ছিল। নির্দিষ্ট সময়সীমা পেরনোর পর মঞ্চ খোলা হচ্ছে। যদিও সেনার ‘তৎপরতা’র নেপথ্যে রাজনৈতিক ষড়যন্ত্রের গন্ধ পাচ্ছে রাজ্যের শাসক দল । এই ঘটনার খবর পাওয়া মাত্র আজ বিকেলে চারটে নাগাদ ঘটনাস্থলে পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সঙ্গে ছিলেন অরূপ বিশ্বাস, ফিরহাদ হাকিম, দেবাশিস কুমার। তীব্র অসন্তোষ প্রকাশ করেন মমতা।