কাকার বাড়ির বারান্দা থেকে উদ্ধার ভাইপোর ঝুলন্ত দেহ। মঙ্গলবার বিকেলে ঘটনা সামনে আসতেই ব্যপক চাঞ্চল্য ছড়াল ইটাহারের সাদাপুর গ্রামে। মৃতের নাম সমীর বর্মন(২৯)। সে পেশায় দিনমজুর। মৃতের পরিজন সূত্রে জানা গিয়েছে, সমীর দীর্ঘদিন থেকে অসুস্থ। তার চিকিৎসা চলছিল। সমীর দুপুরে বাড়ি থেকে বের হয়ে যায়। এরপর সমীরের কাকা রায়গঞ্জ থেকে ডাক্তার দেখিয়ে এসে দেখেন তার বাড়ির বারান্দায় ভাইপোর ঝুলন্ত দেহ। পুলিস দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রায়গঞ্জ মেডিক্যালের মর্গে পাঠিয়েছে।