বুধবার দেশজুড়ে গণপতি আরাধনার পাশাপাশি রায়গঞ্জ শহরেও একাধিক স্থানে চলছে গণেশ পূজা। উদয়পুরের হ্যাপি ক্লাবের চতুর্থ বর্ষের পূজোতে এদিন সন্ধ্যায়উপস্থিত ছিলেন বিধায়ক কৃষ্ণ কল্যাণী। আলোকসজ্জা ও প্যান্ডেল সাজে ভরে উঠেছে এলাকা, স্থানীয় মানুষের ভিড় চোখে পড়ার মতো। পূজোকে ঘিরে চলছে সাতদিনব্যাপী মেলা। বক্তব্য রাখতে গিয়ে বিধায়ক বলেন, শিবঠাকুর বরদান দিয়েছিলেন গণেশকে যে কোনো পূজোর আগে তাঁকে স্মরণ করা হবে। বর্তমানে গণেশের ওপর মানুষের আস্থা বেড়েছে।