ময়নাগুড়ি তে একই দিনে একই স্থান থেকে তিনটি অজগর উদ্ধার এলাকায় চাঞ্চল্য। ময়নাগুড়ি ব্লকের বোলবাড়ি এলাকার বর্মনপাড়া রথীন বর্মনের একটি বাঁশ ঝাড় থেকে এদিন প্রথমে একটি এবং কিছুক্ষণ পর পার্শ্ববর্তী এলাকা থেকে দুটি অজগর উদ্ধার করে ময়নাগুড়ি রোড পরিবেশ প্রেমী সংগঠনের সদস্যরা। জানা যায় উদ্ধার হওয়া অজগরের মধ্যে দুটি ১২ ফিট ও একটি সাত ফিট লম্ব। বুধবার দুপুর বারোটা নাগাদ ময়নাগুড়ি রোড পরিবেশপ্রেমী সংগঠনের কর্মকর্তা নন্দু কুমার রায় বলেন