আজ রবিবার ছুটির দিনটিতে মৎস্যপ্রেমী মানুষদের জন্য মৎস্য শিকারের আয়োজন করা হলো মফস্বল থানার গোলকুণ্ডা গ্রামে । স্থানীয় কয়েকজন উৎসাহী মানুষের উদ্যোগে ওই গ্রামের একটি বড় জলাশয়ে আজ সকালে মৎস্য শিকারকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ দেখা যায়। । মৎস্য শিকারে দূর দূরান্তের বহু মৎস্যপ্রেমী রসিকজন অংশ নিয়েছেন ।