শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের জংশন ট্রাফিক গার্ড নম্বরবিহীন টোটোর বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে নামল। আজ থেকে শহরের প্রধান সড়কগুলিতে নম্বরবিহীন টোটোর বিরুদ্ধে আইনি ব্যবস্থা শুরু হয়েছে।আজ সকালে থেকেই জংশন ট্রাফিক গার্ডের পুলিশ কর্মীরা রাস্তায় নেমে নম্বরবিহীন টোটোর চলাচল নিয়ন্ত্রণে নামে। এই অভিযানে ১০০-রও বেশি নম্বরবিহীন টোটো আটক করা হয়েছে।