শান্তিপুর জুড়ে রাজ্য জিএসটি আধিকারিকদের হানা প্রসঙ্গে আজ প্রতিক্রিয়া নদীয়া দক্ষিণ INTTUC সভাপতি সনৎ চক্রবর্তীর, গত পরশুদিন নদীয়ার শান্তিপুরের বিভিন্ন এলাকায় কাপড়ের ব্যবসায়ীদের ঘরে হানা দেয় রাজ্য GST আধিকারিকেরা, পুজোর আগে তাঁদের ব্যবসা থামিয়ে ব্যবসায়ীরা GST আধিকারিকদের খাতাপত্র ও হিসাব দেখাতে বসেন, ফলে বিপুল ব্যবসার ক্ষতি হয় বলেই তাঁরা জানাচ্ছেন আর এই বিষয় নিয়ে আজ প্রতিক্রিয়া দিলেন শাসক দলেরই নদীয়া দক্ষিণ জেলা INTTUC সভাপতি সনৎ চক্রবর্তী আর