হরিহরপাড়ায় ৭ কোটি টাকার সাইবার প্রতারণা, তিন যুবক গ্রেপ্তার প্রায় ৭ কোটি ১৮ লক্ষ টাকার সাইবার প্রতারণার অভিযোগে হরিহরপাড়া থানার তিন যুবককে গ্রেপ্তার করল পুলিশ। ধৃতরা হল— রাকেশ মণ্ডল ও সাহাবুল শেখ (বাড়ি ডলটনপুর এলাকায়), এবং আব্দুর রউফ শেখ (বাড়ি শিবনগর এলাকায়)। বুধবার সকালে গোপন সূত্রে খবরের ভিত্তিতে হরিহরপাড়া কিষাণ মান্ডি এলাকায় অভিযান চালায় হরিহরপাড়া থানা ও সাইবার থানার যৌথ বাহিনী। সেখানেই তিন যুবককে একসঙ্গে বসে পরিকল্পনা করার সময় হাতেনাতে প