খোয়ারডাঙা-২ নম্বর গ্রাম পঞ্চায়েতের বিশ্বশান্তি মহিলা সংঘ পিবিএসএস লিমিটেডের নির্বাচনকে ঘিরে অনিয়মের অভিযোগ উঠল। বুধবার এই বিষয়টি নিয়ে সরব হয়েছেন সংশ্লিষ্ট সংঘের মঙ্গলদীপ উপসংঘের কয়েকজন সদস্যা। তাদের অভিযোগ, সমবায় সমিতির নির্বাচনের কোনও নোটিশ তারা পাননি। গ্রাম পঞ্চায়েত অফিসেও এই সম্পর্কিত কোনও নোটিশ ঝোলানো হয়নি। অভিযোগ, তাদেরকে অন্ধকারে রেখে এই নির্বাচন করা হয়েছে। বিষয়টি নিয়ে ক্ষুব্ধ মঙ্গলদীপ উপসংঘের সদস্যারা।