রাস্তায় ধস, আতঙ্ক ছড়িয়েছে কেতুগ্রামে। শুক্রবার আনুমানিক দুপুর বিকাল ৪টা নাগাদ বেহাল রাস্তার ছবি উঠে আসে আমাদের ক্যামেরায়। জানা গিয়েছে, দিন কয়েক আগে শাঁখাই ফেরিঘাটের কাছে শাঁখাই-কেতুগ্রাম রাস্তার ১০০ মিটার অংশ জুড়ে ধস নামে। ফলে বড় গাড়ি চলাচল কার্যত ওই রাস্তায় বন্ধ হয়ে গিয়েছে। ভাগীরথীর পাড় ঘেঁষে থাকা ওই রাস্তায় ধস নামায় সেখানকার কয়েকটি বাড়িতেও ফাটল দেখা দিয়েছে বলে দাবি বাসিন্দাদের।আপাতত ঝামা ফেলে, ইট বিছিয়ে, বালির বস্তা ফেলে ধস আটকানোর চেষ্টা শুরু করেছে।