জিরাট স্টেশন বাজার সর্বজনীন দুর্গাপূজা কমিটির দুর্গাপূজা এ বছর ৫৭ তম বর্ষে পদার্পণ করল। এবছর তাদের পুজোর থিম লন্ডনের টেম্পস নদী পারাপারের ব্রিজ। আজ সোমবার দুপুর দুটো নাগাদ এমনটাই জানালেন পূজা কমিটির কার্যকর্তারা, হুগলির বলাগরের জিরাট স্টেশন বাজার সর্বজনীন দূর্গা পূজা কমিটির দুর্গাপূজো ছাড়াও বছর ভোর এলাকায় রক্তদান বৃক্ষরোপণের মতন নানান সামাজিক কার্যকলাপের করে থাকে। পাশাপাশি হয় দুর্গাপুজো। এবছর তাদের পূজার মন্ডপ লোহার পাইপ বাঁশ ফ্লাই কাপড়,,