আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্পে উপভোক্তাদের সাহায্যার্থে এগিয়ে এলো তৃণমূল নেতৃত্বরা। উল্লেখ্য গোটা রাজ্যের সাথে কোচবিহার জেলাতেও অনুষ্ঠিত হচ্ছে আমাদের পাড়া আমাদের সমাধান ক্যাম্প। সেই মোতাবিক এদিন কোচবিহার 2 নং ব্লকের অন্তর্গত মরিচবাড়ি খুলটা গ্রাম পঞ্চায়েত এলাকার তিনটি বুথের জনগণকে নিয়ে খোঁচা মারি হাট এপি বিদ্যালয়ের মাঠে এই ক্যাম্প অনুষ্ঠিত হয়। এদিন এখানেই তৃণমূল নেতৃত্বরা উপস্থিত হয়ে উপভোক্তাদের সহযোগিতা করেন।