হাইড্রার পর এবার নাগরাকাটার জলঢাকা নদীতে জেসিবির সাহায্যে প্রতিমা বিসর্জন দিল প্রশাসন। শুক্রবার বিকেল চারটা থেকে প্রতিমা বিসর্জন শুরু হয় শেষ হয় সন্ধ্যা সাতটা নাগাদ। তবে নির্বিঘ্নে শান্তিপূর্ণ ভাবে বিসর্জন সম্পন্ন হয়েছে।জেসিবির সাহায্য ছাড়াও এদিন ছিল এনডি আরএফের টিম ও সিভিল ডিফেন্সের কর্মিরা।যেহেতু এলাকাটি হাতি অধ্যুষিত এলাকা। সন্ধ্যা নেমে এলেই পার্শ্ববর্তী জঙ্গল থেকে হাতি বেড়িয়ে আসে গ্রামে।