Download Now Banner

This browser does not support the video element.

আরামবাগ: দুঃসাহসিক চুরি গোঘাটের কাঁটালি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে,চুরি প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালংকার-বাসনপত্র

Arambag, Hooghly | Aug 25, 2025
দুঃসাহসিক চুরি গোঘাটের কাঁটালি সিদ্ধেশ্বরী কালী মন্দিরে।খোয়া গেছে প্রায় লক্ষাধিক টাকার স্বর্ণালংকার-বাসনপত্র।জানা যায়,ঘটনাটি ঘটে রবিবার রাতে।বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের দুর্গেশ নন্দিনী উপন্যাসে উল্লিখিত এই মন্দির।জাতীয় সড়কের ধারে অবস্থিত।পূজারি প্রতিদিনের মতো ভোরে পাঠ সাড়তে এসে দেখেন,গেটের তালা ভাঙা এবং মন্দির থেকে মায়ের স্বর্ণালংকার ও বাসনপত্র উধাও।অলংকারের সঠিক মূল্য নির্ধারণ করা না গেলেও বাসনপত্রই ছিল প্রায় ৫০ কেজির বেশি।পুলিশ তদন্ত শুরু করেছে।
Read More News
T & CPrivacy PolicyContact Us