তেলিপাড়া এলাকায় গাছ থেকে এক যুবকের ঝুলন্ত দেহ উদ্ধার হল। ঘটনার জেরে এলাকায় ব্যাপক শোরগোল পড়েছে। বৃহস্পতিবার দেহ ময়নাতদন্তের জন্য আলিপুরদুয়ার জেলা হাসপাতালে পাঠাল কামাখ্যাগুড়ি ফাঁড়ির পুলিশ। মৃত যুবকের নাম দীননাথ দাস(২৩)। বুধবার রাতে বাড়ির পেছনে একটি গাছে দীননাথকে ঝুলন্ত অবস্থায় দেখা যায়। তাকে উদ্ধার করে কামাখ্যাগুড়ি গ্রামীণ হাসপাতালে আনা হয়। চিকিৎসক দীননাথকে মৃত ঘোষণা করেন।