ফলের দোকান থেকে নগদ টাকা চুরির ঘটনায় বৃহস্পতিবার সকালে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় আরামবাগের কালীপুর মোড় এলাকায়।জানা যায়,এদিন দোকানের মহিলা মালিক মহাজনকে টাকা দেওয়ার জন্য নগদ 20হাজার টাকা ব্যাগের মধ্যে নিয়ে দোকানে রেখেছিলেন।তার দাবি,তিনি দোকান থেকে 5 মিনিটের জন্য চলে যেতেই সেই ব্যাগ থেকে পুরো টাকা চুরি হয়ে যায়।রিক্সাওয়ালা চুরিটি করেছে বলে অনুমান করছেন তিনি।ঘটনার পরে কান্নায় ভেঙে পড়েন দোকানদার।খবর দেওয়া হয় থানায়।CCTV ফুটেজ খতিয়ে দেখা হচ্ছে বলে পুলিশ সূত্রে খবর।