আজ অর্থাৎ সোমবার থেকে কাটোয়া আহমদপুর রেল রুটে বাড়লো আরও ১জোড়া ট্রেন। এবার বিকেলের দিকে ট্রেন টি চলাচল করবে এদিন দুপুর ৩টে ৫০ নাগাদ যাত্রাপথ শুরু হয় কাটোয়া স্টেশন থেকে আহমদপুর পর্যন্ত।সেই মতো ট্রেন টি কীর্ণাহার রেল স্টেশনে বিকেল ৪টে ২০ নাগাদ থামতেই উচ্ছাসে ফেটে পরেন স্থানীয় বাসিন্দারা, জাতীয় পতাকা হাতে নিয়ে ও ট্রেন টিকে মালা পরিয়ে উদ্বোধন করা হয় এবং কীর্ণাহার রেল স্টেশনে নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি উপস্থিত থেকে ট্রেনের লোকো পাইলটকে পুষ্প।