সোমবার দেহটিকে কোচবিহার সরকারি মেডিকেল কলেজে হাসপাতালে ময়না তদন্তের জন্য পাঠায় পুলিশ। ময়নাতদন্তের পর পরিবারের সদস্যদের হাতে দেহ টিকে তুলে দেওয়া হবে। পুলিশ জানিয়েছে মৃতের নাম আব্দুল কুদ্দুস আলী (৪৮) । শনিবার রাতে স্ত্রীর অসুস্থতার জন্য ওষুধ আনার জন্য ঘর ছেড়ে বের হন ওই ব্যক্তি। এরপর থেকে তার কোন খোঁজ পাওয়া যাচ্ছিল না। অবশেষে রবিবার বাড়ির পাশে জলাশয় থেকে দেহটিকে উদ্ধার করে । দেহ উদ্ধার হতেই ক্ষোভে ফেটে পড়েন স্থানীয়রা।