কালিয়াচকে ফের অশান্তির ছায়া? সোমবার সকালে চাঞ্চল্য ছড়াল ধুরিটোলা গ্রামে। একটি পরিত্যক্ত বাড়ি থেকে উদ্ধার হলো একেবারে তাজা ২২টি বল বোমা। ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে সমগ্র এলাকায়।স্থানীয় সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ মাস ধরে বাড়িটি ফাঁকা পড়ে রয়েছে। বাড়ির মালিক সপরিবারে মালদার অন্য থানার এলাকায় বসবাস করছেন। এদিন সকালে সন্দেহভাজন তিনটি জার ওই বাড়ির ভেতরে রাখা আছে বলে খবর পায় কালিয়াচক থানার পুলিশ। তল্লাশি চালিয়ে উদ্ধার হয় এই বোমা।