আজ ছাওমনু বিধানসভা এলাকার থালছড়াতে বিজেপি দলের এক যোগদান সভা অনুষ্ঠিত হয়। এদিন ৫ পরিবারের ১২জন ভোটার TIPRA Motha ছেড়ে BJP তে সামিল হয়েছেন । ছাওমনু মন্ডলের সহ-সভাপতি সানাজয় ত্রিপুরা এবং সাধারণ সম্পাদক মহত্ব রঞ্জন চাকমা নবাগতদের দলীয় পতাকা হাতে তুলে দিয়ে দলে বরন করে নেন।