৩ মাসের শিশুর দেহ থেকে পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় চাঞ্চল্য এলাকায়। এই ঘটনা মুর্শিদাবাদ জেলার সামশেরগঞ্জের দুগাছি এলাকায়। শুক্রবার দুপুরে জানা গিয়েছে, এদিন সকালে ওই শিশুটির দেহ থেকে পুরুষাঙ্গ বিচ্ছিন্ন হয়ে যায়। পরিবারের লোকজন ওই শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়। এদিন প্রাথমিক চিকিৎসা করে চিকিৎসকরা জানিয়েছেন, ওই শিশুটির পুরুষাঙ্গ কেউ কেটে দিয়েছে। ঘটনাকে ঘিরে ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয় এলাকায়।